নির্বাচন পূর্বে কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই মনোনয়ন পর্বে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের একাধিক জায়গা। শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা।

এরই মধ্যে এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সুষ্ঠু এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেক বুথে তিনটি ভোটদান কক্ষের প্রয়োজন। এই অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু। পঞ্চায়েত ভোটের প্রতি বুথে কেন তিনটি কক্ষ প্রয়োজন, চিঠিতে তার উল্লেখও করেন তিনি।

বিমান বসু লিখেছেন, ‘‘সাধারণত অন্যান্য ভোটের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে তিনটি ব্যালট পেপারে পর্যায়ক্রমে ভোট দিতে হয়। তাই ভোটদানে সময় বেশি লাগে।’’ নেতার মত, এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশনার এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশাবাদী বামফ্রন্ট চেয়ারম্যান।

You May Also Like