উপাসনা স্থান আইন বাতিলের দাবি তুললেন বিজেপি সাংসদ হরনাথ যাদব

1 min read

বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার কৃষ্ণ জন্মভূমি বনাম শাহী ইদগাহের মধ্যে আইনি লড়াই চলছে আদালতে। এক্ষেত্রে হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়। এই পরিস্থিতিতে, বিজেপি সাংসদ হরনাথ যাদব ১৯৯১ সালের উপাসনালয় আইন বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে এই আইনটি হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের জন্য সংবিধানে বর্ণিত ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে। লোকসভা ভোটের আগে সংসদে বিজেপি শিবিরের এই দাবি তাৎপর্যপূর্ণ।

বিজেপি সংসদ রাজ্যসভায় এই দাবি উত্থাপন করে এবং উদ্বেগ প্রকাশ করে। তিনি উল্লেখ করেন যে আইনের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। “উপাসনার স্থান আইনটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অসাংবিধানিক। এটি সংবিধানের অধীনে হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈনদের ধর্মীয় অধিকার কেড়ে নেয়। এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। তাই জাতির স্বার্থে অবিলম্বে এই আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের সময় এই আইন তৈরী হয়েছিল। এই আইন মূলত মন্দির-মসজিদ বা গির্জার মতো ধর্মীয় স্থানকে রক্ষা করার জন্য। বলা হয়েছিল এদের চরিত্র বদলানো যাবে না। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় যা ছিল তাই রাখতে হবে। তবে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদকে এই আইনের বাইরে রাখা হয়েছিল। হরনাথ যাদব দাবি করেছেন যে আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত সমতা এবং ধর্মনিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছে।

You May Also Like