দেশজুড়ে আদানি ফাউন্ডেশনের রক্তদান অভিযান

1 min read

দেশজুড়ে আদানি ফাউন্ডেশন আয়োজিত রক্তদান অভিযানে মোট ২০,৬২১ ইউনিট রক্ত সংগৃহিত হয়েছে। ২৪ জুন দেশের ২২টি রাজ্যের ২৫০টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে গৌতম আদানির ৬১তম জন্মদিবস উপলক্ষে। আদানি গ্রুপ এই দিনটি পালন করেছে ‘আদানি দিবসের’ উদ্বোধন হিসেবে, যা প্রতিবছর উদযাপিত হবে।

আদানি হেলথকেয়ার টিমের সহায়তায় সংগঠিত স্বেচ্ছা-রক্তদান অভিযানে বিপুল সাড়া দিয়েছিলেন ‘আদানিয়ান’রা। এই রক্তদান অভিযান সম্ভব হয়েছে ৩০০০-এরও বেশি স্টাফ মেম্বারদের প্রচেষ্টায়। এই বাৎসরিক রক্তদান অভিযান পরিচালিত হয়েছিল রেড ক্রস ব্লাড ব্যাংক ও সরকারি হাসপাতাল ব্লাড ব্যাংকগুলির সহযোগিতা নিয়ে। ২০১১ সালে চেয়ারম্যানের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন আরম্ভ করা হয়েছিল। সেই থেকে এখনও পর্যন্ত মোট ৮৯,৭৭৯ ইউনিট রক্ত সংগৃহিত হয়েছে।

আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. প্রীতি আদানি জানান, রক্তদান অভিযানে আদানি পরিবারের অবদানের জন্য তাঁরা কৃতজ্ঞ। রক্তদান অভিযানের মাধ্যমে দেশের স্বার্থে বছরের পর বছর ধরে তারা যে ত্যাগস্বীকার করে চলেছেন তা তাদের সামগ্রিক সহানুভূতিমূলক মনোভাবের পরিচায়ক।

You May Also Like