উল্লেখযোগ্য ব্যবসাবৃদ্ধি ঘটিয়েছে বন্ধন ব্যাংক

1 min read

২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এই সময়কালে ৩১ মার্চ ২০২২ অবধি ব্যাংকের মোট ব্যবসার (ডিপোজিট ও অ্যাডভান্স) পরিমাণ ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৯৬ লক্ষ-কোটি টাকা হয়েছে। বন্ধন ব্যাংক দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতে ৫৬৩৯টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ২.৬৩ কোটি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। এই ব্যাংকের মোট কর্মীর সংখ্যা ৬০২১১।

চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে পূর্ববর্তী বছরের তুলনায় বন্ধন ব্যাংকের ডিপোজিট বুকের বৃদ্ধি ঘটেছে ২৪ শতাংশ। বর্তমানে মোট ডিপোজিটের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা। এইসময়ে, ব্যাংকের রিটেল ডিপোজিট বুকে ২১ শতাংশ ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি ঘটে হয়েছে ৭৪৪৪১ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বুকে ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ এবং বর্তমানে সিএএসএ রেশিয়ো হল মোট ডিপোজিট বুকের ৪১.৬ শতাংশ। অ্যাডভান্সের ক্ষেত্রে বিগত বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। বর্তমানে মোট অ্যাডভান্সের পরিমাণ ৯৯৩৩৮ কোটি টাকা। এছাড়া, ব্যাংকের ‘ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো’ হয়েছে ২০.১, যা ‘রেগুলেটরি রিকয়্যারমেন্ট’-এর থেকে অনেক বেশি।

বন্ধন ব্যাংকের এমডি ও সিইও, চন্দ্রশেখর ঘোষ ২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের আর্থিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে এই সাফল্যের জন্য ব্যাংকের গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন।

You May Also Like