বহুগ্রন্থ প্রণেতা সৈয়দা রুখসানা জামান শানু’র গবেষণা মুলক গ্রন্থ ; “সুরের কবি, গানের কবি লোকসাহিত্য সম্রাট কবি জসীম উদ্দীন”

1 min read

বই রিভিউ : ডাক্তার মফিজুল ইসলাম মান্টু

পরিতাপের কথা যে সাম্প্রতিক সময়কালের সাহিত্য-সংস্কৃতি পরিমন্ডলে প্রায় অনুচ্চারিত নাম পল্লীকবি জসীম উদ্দীন। অথচ পল্লীকবীর প্রতি গভীর শ্রদ্ধা অভিবাদন না জানাতে পারাটা বাংলাসাহিত্য অনুরাগীদের জন্য দুর্ভাগ্যের। আনন্দের বার্তায় জানাতে চাই উপরে  উল্লেখ্য পরিতাপ আক্ষেপ মোচনে অসামান্য  এক কাজ করেছেন যত্নশীল পরিমার্জিত রুচিশীল লেখক সৈয়দা রুখসানা জামান শানু।তিনি রংপুর শহরের গূণীকন্যা,এখন থাকেন সৈয়দপুরে। গত ২৫ নভেম্বর ২০২২ রংপুরের সাফল্য সাহিত্য গোষ্ঠী আয়োজিত এক সাহিত্যসভা মঞ্চে তাঁর সাথে আহুত হয়ে পরিচয়ের সুত্রে গ্রন্থটি লেখকের কাছ থেকে  শুভেচ্ছা উপহার পেলাম।

তারপর এর পাঠ শেষে  বইয়ের ভেতরের বিষয়গুলি নিয়ে বেশ ক’দিন ধ্যানমগ্ন থাকতে হলো। গ্রন্থ লেখক যথার্তই কবি জসীমউদ্দিন কে নিয়ে এমন দুর্লভ কাজটি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

 লেখক রুখসানা জামান শানু – আলোচ্য গ্রন্থটির ভুমিকাপর্ব থেকে শেষ পর্যন্ত কবি জসীম উদ্দীন এর জীবনের জন্ম-মৃত্যু, শিক্ষাকাল,বেড়ে ওঠা,পল্লীলোকসাহিত্যে গভীর অনুরাগ-ভালোবাসা, কবির নিজের পারিবারিক- সামাজিক – অর্থনৈতিক, রাজনৈতিক সাংস্কৃতিক সময়কালের ঊনবিংশ -বিংশশতকের পরিবেশ পরিস্থিতি নিয়ে বিষদ  নিরিক্ষায় যথার্ত মুল্যায়ন ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

এমন গ্রন্থ এবং একজন প্রতিভাদীপ্ত আলোকিত নিবিড় সাধক কবি জসীম উদ্দীন কে জানার জন্য এর বাক্যে বাক্যে তথ্যসমৃদ্ধ বর্ননা পাঠককে নিশ্চয়ই বিমোহিত করতে পারবে।

কয়েক পর্বে কবিকে নিয়ে তৎকালীন সাহিত্য মহল প্রথমে উপেক্ষা পরে সসম্মানে গ্রহণ পর্বের কাহিনী বর্তমান সময়ের সাহিত্য প্রজন্ম হয়তো ততটা ওয়াকিবহাল নয়।সে ত্রুটি নতুন প্রজন্মের নয়,বিস্তৃত আলোচনা এখানে নয়।

 উপমহাদেশের কিংবদন্তি শিক্ষাবিদ লোকগবেষক ড.দীনেশচন্দ্র সেন কবি জসীম উদ্দীন এর অমর কাব্যকাহিনী সোজন বাদিয়ার ঘাট নিয়ে বলেছিলেন –

” আমি হিন্দু। আমার কাছে  বেদ পবিত্র,ভগবৎ পবিত্র। কিন্তু সোজন বাদিয়ার ঘাট তাহার চাইতেও পবিত্র।”

কবি জসীম উদ্দীন’এর রচনা সমগ্র পাঠ করে কবিগুরু  রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন-

তোমার সোজন বাদিয়ার ঘাট অতীব প্রসংশার যোগ্য।আরো বলেছেন – এই বই যে বাংলার পাঠক সমাজে আদৃত হবে সে ব্যপারে আমার লেশমাত্র সন্দেহ নেই।।রবীন্দ্রনাথ আরও বলেছেন, জসীম উদ্দিনের কবিতার ভাব ভাষা ও রস সম্পুর্ন নতুন ধরনের এবং প্রকৃত কবির হৃদয় এই লেখকের আছে।( পৃষ্ঠা -১৪)

খুব নিষ্ঠুর সত্য অমর কবি জসীম উদ্দীন কেন এ সময়ের অনুচ্চারিত নাম!

লেখক রুখসানা জামান শানু আপনাকে ধন্যবাদ।

এ গ্রন্থ বহুল পঠিত হোক, আরো বেশি প্রচারিত প্রসারিত হোক… ।

You May Also Like