শিলিগুড়িতে বাইজু’স টিউশন সেন্টার

1 min read

অগ্রণী এড-টেক কোম্পানি বাইজু’স শিলিগুড়িতে চালু করল বাইজু’স টিউশন সেন্টার (বিটিসি)। এই সেন্টারে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। প্রযুক্তি-চালিত এই ফিজিক্যাল টিউশন সেন্টারে বিশ্বমানের শিক্ষার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

বাইজু’স টিউশন সেন্টার একইসঙ্গে অফলাইন ও অনলাইন শিক্ষার অভিজ্ঞতা দেবে ছাত্রছাত্রীদের। শিলিগুড়িতে এই সেন্টার চালু হয়েছে এমএলএ হাউসের সেকেন্ড ফ্লোরে (কসমস মলের বিপরীতে)। চলতি বছরের শেষ নাগাদ বাইজু’স আরও সেন্টার চালু করতে চলেছে। ২০২২ সালে ২০০টি শহরে ৫০০টি সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে বাইজু’স। একইসঙ্গে ভারতে ১০০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান করবে বাইজু’স। আগামী ২ বছরে বাইজু’স ১ মিলিয়ন শিক্ষার্থীকে তাদের প্রোগ্রামে ভর্তি করবে বলে স্থির করেছে।

গত বছর, টু-টিচার অ্যাডভান্টেজ-সহ বাইজু’স ক্লাসেস চালু করা হয়েছিল। ১১৫ মিলিয়ন রেজিস্টার্ড স্টুডেন্ট ও ৭ মিলিয়ন পেইড সাবস্ক্রিপশন-সহ বাইজু’স-এর অ্যানুয়াল রিনিউয়াল রেট হল ৮৬ শতাংশ। সামাজিক কর্মসূচি ‘বাইজু’স এডুকেশন ফর অল’-এর মাধ্যমে বাইজু’স ৩.৪ মিলিয়ন শিক্ষার্থীকে শিক্ষার অঙ্গনে টেনে এনেছে এবং ডিজিটাল লার্নিং-এর সুবিধা প্রদান করেছে। বাইজু’স-এর লক্ষ্য হল ২০২৫ সাল নাগাদ সমাজে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলির ১০ মিলিয়ন শিক্ষার্থীর ক্ষমতায়ণ।

You May Also Like