এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

1 min read

সম্প্রতি শিক্ষা নীতিতে বেশ কিছু বদল এনেছে রাজ্য সরকার। এবার এই শিক্ষা নীতিতে আসতে চলেছে আরও বড় বদল। শিক্ষক বদলি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর৷

সেই সূত্র ধরেই এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল অনতে চলেছে রাজ্য সরকারর। ফলে একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷

একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। স্কুল গিয়েই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ কিন্তু, অনলাইন ব্যবস্থা চালু হলে বাড়িতে বসে এই বিশেষ পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে।

শীঘ্রই এই পোর্টাল চালু করা হবে বলে সূত্রের খবর। রেজিস্ট্রেশন ছাড়াও মাইগ্রেশন বা অন্য কোনও শংসাপত্রও এই ওয়েবসাইট থেকে মিলবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির বদলে নিজস্ব শিক্ষা নীতি তৈরি করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে উচ্চপর্যয়ের বৈঠক হয়েছে৷ ওই বৈঠকে উপস্থিত শিক্ষাবিদরাও নিজেদের মতামত ব্যক্ত করেছেন৷

কেন্দ্রীয় শিক্ষা নীতির ঘোর বিরোধী রাজ্যে৷ এই নীতি বিবেচনা করার জন্য ১০ সদস্যের টিম গঠন করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। সেই দলে রয়েছেন, গায়ত্রী চক্রবর্তী, সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ একাধিক শিক্ষাবিদ। তাঁরাই পুরে বিষয়টি খতিয়ে দেখছেন।

You May Also Like