আজ মন্ত্রিসভার বৈঠক নবান্নে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর নবান্নে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভারপরবর্তী বৈঠক।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যা রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দপ্তরের ভবিষ্যতও নির্ধারণ হতে চলেছে।

এদিকে আগামী ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী আছে। তাই ভেবেচিন্তেই ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে বনদপ্তরের যাবতীয় কাজকর্ম দেখছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ৮ নভেম্বর তাই মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

You May Also Like