এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং

1 min read

ফের এবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো রাজ্যে৷ সকাল সকাল এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং৷ মর্মান্তিক ভাবে করা হলো হত্যা৷ ২১ জুলাইয়ের আগে পঞ্চায়েত সদস্য সহ খুন ৩ তৃণমূল নেতা৷ ক্যানিংয়ের জনবহুল এলাকায় গুলি, এলোপাথাড়ি ভাজালির কোপ৷ মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা৷

পুলিশের অনুমান, ওই তিনজন নেতা এই রাস্তা দিয়েই যাবেন, আগাম খবর ছিল দুষ্কৃতীদের কাছে৷ রাস্তার ধারে সবজি খেতে চাষি সেজে অপেক্ষা করছিল আততায়ীরা৷ ঘটনাস্থলে রয়েছে সিআইডি৷ উদ্ধার একটি তাজা বোমা ও তিনটি গুলির খোল৷ অকুস্থলে এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত৷ যান বারুইপুর পুলিশ, দেলার পুলিশ সুপার ও আইজি প্রেসিডেন্সি রেঞ্জ৷

এদিন সকালে বাড়ি থেকে দলীয় দফতরের উদ্দেশে বেড়িয়েছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গোপাল মাঝি এবং এলাকার দুই বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু মাঝি। তাঁরা তিনজনই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা এলাকার বাসিন্দা। সকালে বাইকে চেপে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা৷ সেই সময় স্বপনের পথ আটকায় দুষ্কৃতীরা।

তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ মৃত্যু নিশ্চিত করতে বসানো হয় এলোপাথাড়ি ভোজালির কোপ। সেই সময় পালানোর চেষ্টা করেন ভূতনাথ এবং ঝন্টু৷ কিন্তু পালাতে পারেননি৷ প্রমাণ লোপাটে তাঁদেরও গুলি করে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দুষ্কৃতীরা স্বপন এবং তাঁর দুই সঙ্গীর মাথা কেটে নেওয়ার চেষ্টা করেছিল।

ঘটনার সময় এলাকায় অনেকেই উপস্থিত ছিলেন৷ অকুস্থলের একেবারে সামনেই রয়েছে একটি দোকান৷ তক সেখানে অনেকেই দাঁড়িয়েছিলেন৷ তাঁদের চোখের সামনেই গোটা ঘটনাটি ঘটে৷ এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতার কারণই উঠে এসেছে৷

জানা গিয়েছে, এদিন আততায়ীরাও বাইক নিয়ে এসেছিল৷ তিন জনকে নৃশংসভাবে খুন করার পর মাঠ দিয়ে পালিয়ে যায় তারা৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷ কিন্তু, কেন এই খুন? খুনের নেপথ্য কারণ হিসাবে উঠে আসছে এলাকা দখলের বিষয়টি৷ পুলিশের প্রাথমিক তদন্তে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে রফিকুলের নাম৷

সংঘাতের সূত্রপাত বছর দেড়েক আগে৷ এই এলাকার নেতা স্বপন মাঝির এক অনুগামী বাদল নস্করের উপর ৮-৯ মাস আগে একটি হামলার ঘটনা ঘটে৷ হামলা চালিয়েছিল এই রফিকুলই৷ জেল থেকে ছাড়া পাওয়ার পরেই বাদল নস্করকে খুনের চেষ্টা করেছিল সে৷

এর পর তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়৷ কিন্তু, রফিকুলকে ধরা যায়নি৷ এতদিন পুলিশের খাতায় সে ছিলেন পলাতক৷ এদিনের ঘটনার ফের উঠে এল রফিকুলের নাম৷ খুনের চেষ্টা ও খুনের ঘটনা ছাড়াও মাদক মামলাতেও অভিযুক্ত সে৷

অভিযোগ, স্বপন মাঝির দাপটে এলাকায় ঢুকতে পারত না রফিকুল৷ এলাকায় ঢুকলেই পুলিশের কাছে খবর পৌঁছে যেত৷ পথের কাঁটা সরাতেই ছক কষে খুন করা হয় স্বপন মাঝিকে৷ প্রমাণ লোপাটে খুন করা হয় তাঁর দুই সঙ্গীকেও৷ এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে৷

You May Also Like