নয়া তথ্য এল প্রকাশ্যে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে হঠাতই উল্টো সুর গাইতে শুরু করলেন SSC এর চেয়ারম্যান।

তিনি খোলাখুলি বলেছিলেন, ‘যোগ্য-অযোগ্য বিভাজন করব কী করে?’ কিন্তু এর আগে যা বলেছিলেন তার একদম উল্টোপথে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবার তিনি বলেন, ‘চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য-অযোগ্য সবাইকে চিহ্নিত করা সম্ভব’।

সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিতর্কিতদের তালিকা দেব সুপ্রিম কোর্টের কাছে। যারা দোষী নন, SSC সবসময়ই তাদের পাশে আছে। এর আগে ২৬,০০০ চাকুরি বাতিল হয় হাইকোর্টের নির্দেশে। তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় SSC।

You May Also Like