নিয়োগ নিয়ে অসীম দুর্নীতির দাবি সিবিআই-এর তরফে

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অসীম দুর্নীতি হয়েছে এবং তার তথ্য হাতে এসেছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। গ্রূপ-ডি নিয়োগ দুর্নীতির মামলার এক মামলাকারী লক্ষ্মী টুংগাঙ্গরার মামলায় আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই। এদিন অবশ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন।

সিবিআইয়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করে আদালত। জানতে চাওয়া হয়েছে, ২০১৬ সালে গ্রুপ-ডি পদে কত শূন্য পদ ছিল। এছাড়া, কত জনকে সুপারিশ দেওয়া হয়েছে, কত জন প্রার্থী প্যানেলভুক্ত এবং ওয়েটিং লিস্টে আছেন। পাশাপাশি, কত বিকৃত ওএমআর সিট সিবিআই দিয়েছে, সুপারিশ অনুযায়ী কতজন গ্রুপ-ডি পদে যোগ দিয়েছেন, এই সমস্ত তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সমস্ত বিষয়ে হলফনামা দিয়ে আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে আদালতকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জানুয়ারি। অন্যদিকে, নির্দেশ না দিলেও সিবিআই এবং ইডি তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে পারে।

You May Also Like