বড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে চলতে থাকা রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আরও বড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই।

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের কপিও। রিপোর্টে রয়েছে, ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের নাম। তাদের মধ্যে কীভাবে অশুভ আঁতাত গড়ে উঠেছে সেই তথ্যও দিয়েছে সিবিআই। তদন্তে উঠে এসেছে তাপস মণ্ডলের ৮ জনের মতো সাব এজেন্টদের মাধ্যমে চলত টাকা তোলার পক্রিয়া।

এজেন্টদের কাজে লাগিয়ে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে টাকা তোলা হত। রিপোর্ট অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৪১ জনের কাছ থেকে ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন তাপস। যার মধ্যে থেকে কুন্তল ঘোষকে দিয়েছিলেন ৫ কোটি ২৩ লক্ষ।

You May Also Like