চলতি মাসেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলফলা

0 min read

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে শিক্ষকদের ধার্য্য করে দেওয়া হল পরীক্ষার্থীদের উত্তরপত্রে নম্বর সংশোধন করার শেষ দিন। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নম্বর সংশোধন করার জন্য ফের একবার সময় দেওয়া হল শিক্ষকদের।

মূল্যায়নে দেখা গেছে বহু পরীক্ষার্থীর উত্তরপত্রে নম্বর হেরফের রয়েছে। তাই পর্ষদের তরফ থেকে অনলাইনে আরো একবার নম্বর পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ত্রুটিমুক্ত নম্বর যাতে পরীক্ষার্থীরা পান সেই উদ্দেশ্যেই পর্ষদ এই উদ্যোগ নিয়েছে। পর্ষদ বলেছে, যে যে পরীক্ষার্থীর অভিযোগ রয়েছে উত্তরপত্রের নম্বর নিয়ে, সেইসব উত্তরপত্রগুলি ফের মূল্যায়ন করতে হবে।

তাতে অবশ্য বেশ খানিকটা সুবিধা হবে পরীক্ষার্থীদের। পর্ষদ এই নিয়ে পাঁচ দফা নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে এপ্রিল মাসেই। সেজন্যই পর্ষদের তরফ থেকে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে।

You May Also Like