বেসরকারি হাসপাতালগুলোতে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিকের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

1 min read

সোমবার  দেশের টিকানীতিতে আমূল বদল করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের সব নাগরিককেই বিনামূল্য়ে টিকা দেওয়া হবে। দেশে উৎপাদিত ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্রীয় সরকার আর বাকি ২৫ শতাংশ দেশের বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলি কিনবে। কোভিড টিকার দাম হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলি। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দাম পড়বে ডোজ প্রতি ৭৮০ টাকা, কোভ্যাক্সিন টিকার দাম ১,৪১০ টাকা এবং স্পুটনিক ভি টিকার দাম ১,১৪৫ টাকা। এই দামের মধ্যে পড়বে ১৫০ টাকা পরিষেবা-সহ ও অন্যান্য সমস্ত ট্যাক্স সার্ভিস চার্জও। এরপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলো ১৫০ টাকার বেশি পরিষেবা যাতে না নেয়।যেকোনো বেসরকারি হাসপাতাল অতিরিক্ত টাকা আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে ইতিমধ্যে ৪৪ কোটি টাকার জন্য অর্ডার দেওয়া হয়েছে। অপরদিকে ১৮ বছরের উর্ধ্বে বিনামূল্যে টিকাকরণের ঘোষণা করতেই টিকার সরবরাহ নিয়ে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। আগস্ট মাসের মধ্যেই সেই টাকা চলে আসবে কেন্দ্রের হাতে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে , কেন্দ্রীয় সরকার টিকা সংগ্রহ করে রাজ্যগুলিকে দেবে তবে রাজ্যগুলিকে টিকা অপচয় নিয়ে সতর্ক থাকতে হবে।এরইমধ্যে ২৫ কোটি কোভিশিল্ড ও ১৯ কোটি কোভ্যাক্সিন রয়েছে। দেশের সামগ্রিক টিকাকরণের কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আক্রান্তের সংখ্যা, জনসংখ্যার ভিত্তিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টিকা সরবরাহ করবে।

You May Also Like