ভিন রাজ্যে পারি দিচ্ছে চোপড়ার আনারস

0 min read

উত্তরবঙ্গের চোপড়ার আনারস পারি দিচ্ছে ভিন রাজ্যে। প্রতিবছরই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুস্বাদু আনারস দিল্লি,পাঞ্জাব,হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। তবে আগের মতো আর আনারস চাষ হচ্ছে না চোপড়া এলাকায়।

চাষিরা জানান, আনারস চাষে রাসায়নিক সারের দাম অনেক বেড়ে যাওয়ায় সেই মতো আনারসের দাম না পাওয়ার কারণে অনেক চাষী আনারস চাষ কমিয়ে দিয়েছে। বর্তমানে চোপড়া এলাকার কাঁচা আনারস দিল্লি, লখনৌ,হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে লরিতে করে।

আনারস চাষী শাবেদ আলম জানান, এবারে প্রতি কিলো আনারস বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৭ টাকা দরে। গতবারের তুলনায় এবার দাম বেশি থাকলেও চাষিদের খরচ বেড়ে যাওয়ায় খুব একটা লাভ থাকছে না বলে জানিয়েছেন আনারস চাষীরা। তাই ধীরে ধীরে চোপড়াতে আনারস চাষ কমে গেছে।

You May Also Like