“আমি তোমাদেরই” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

1 min read

দিন এগোচ্ছে,কমছে ফোনের সংখ্যা। হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

প্রায় ৩০ থেকে ৩৫ টি, বা তার অধিক ফোন তিনি নিয়েছেন শুনেছেন অসুবিধার কথা। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছেন তিনি। সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা। শনিবারের টক টু মেয়রে মাত্র ১৩ টি ফোন এসেছে মেয়রের কাছে। আর তাতেই বোঝা যাচ্ছে শহরে সমস্যা অনেকটাই নিরসন করতে পেরেছেন তিনি। তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত তিনি। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি। ফ্লাইওভার সম্ভব না হলেও মানুষের পায়ে হেটে যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ করার ভাবনা নিয়েছেন তিনি।
তিনি জানান,বহু ছাত্র-ছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে। রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থার জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। দ্রুত এই সমস্যার সমাধানের কথা জানান তিনি।।

You May Also Like