আচমকাই বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর

1 min read

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভা বিস্ফোরক দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা ঠিক কোন কারণে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি এসব করছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে সংস্থার ‘ডিরেক্টর’ পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর ‘সিইও’। আর ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা, মা এবং স্ত্রী রুজিরা।

You May Also Like