চিন্তা বাড়ছে সংক্রমণের চতুর্থ ঢেউ নিয়ে

0 min read

সূত্রপাত হয়েছে আজ থেকে দু বছর আগে। সেই থেকে ছড়িয়েছে সারা বিশ্বে। ইজরায়েল থেকে শুরু করে চিন, কোরিয়া থেকে ইউরোপের একাধিক দেশ… কোভিডের সংক্রমণ আবারও হু হু করতে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বেশি কিছু জায়গায় নতুন করে লকডাউন করা হয়েছে এবং টিকাকরণ বাড়ানো হচ্ছে আরও দ্রুত হারে। আশঙ্কা করা হচ্ছে যে, ফের একবার নতুন ঢেউ আসতে পারে করোনা ভাইরাসের। তাই কোভিড বিধি নিয়ে আরও কড়াকড়ি করা হচ্ছে। এই একই রকম আশঙ্কায় রয়েছে ভারতও। বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিএমার। তারা আরও কোভিড টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছে।

বেশ কিছুদিন আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে আসছিল যে, করোনা ভাইরাসের নতুন প্রজাতির ফলে আবার কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ওমিক্রন প্রজাতি গোটা বিশ্বে ত্রাস ছড়িয়ে রেখেছিল বেশ কয়েক দিন আগে পর্যন্তও। এখন আশঙ্কা, ওমিক্রন ছাড়াও অন্য প্রজাতি আসবে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে। সেই নিয়েই এখন বাড়ছে চিন্তা। আর এতেই কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। আপাতত দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোভিড টেস্ট বাড়ানোর জন্য রাজ্যগুলিকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এদিকে করোনার চতুর্থ ঢেউ নিয়ে বেশ উদ্বিগ্ন আইসিএমআর। সাধারণত দু’টি ঢেউয়ের মাঝে তিন থেকে সাড়ে তিন মাসের ব্যবধান থাকে। সেক্ষেত্রে এখন মনে করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময় থেকেই ভারতে চতুর্থ ঢেউ শুরু হতে পারে।

আইসিএমআর বলছে, চতুর্থ ঢেউ যে আসবে না তা এখনই বলা সম্ভব নয়। ভৌগোলিক চরিত্র ও জলহাওয়ার তারতম্যে একই ভাইরাসের স্ট্রেন দ্রুত বদলাচ্ছে। তাই পুরোনো ভাইরাস নতুন রূপে আসতে পারে সেটাই আশঙ্কার। তবে নতুন করে ঢেউ এলেও তা ভয়াবহ আকার ধারণ করবে না তা নিয়ে আসা প্রকাশ করছেন অনেকেই। কারণ দেশের একটা বৃহৎ অংশ করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছে। তাই সংক্রামিত হলেও করোনা এবার ভয়ঙ্কর হবে না, তা কেউ কেউ নিশ্চিত। 

You May Also Like