সরকারি ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে

1 min read

সরকারি বাস ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে। সরকারি বাসের আদলে রং করা হচ্ছে বেসরকারি বাসে। গৌড়বঙ্গ জুড়ে বেসরকারি বাসে দেখা যাছে সরকারি বাসের আদলের রং। আর
তার জেরে যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি বাসে চেপে বসছেন। বাস কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে। যাত্রীদের অভিযোগ সরকারি বাসের বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের রং নকল করে বেসরকারি বাসে করা হচ্ছে। পাশাপাশি বাসে লেখা হচ্ছে NB, NBSTG, লেখা দেখে অনেক যাত্রীরা সরকার বাস ভেবে ফেলছেন। যাত্রীরা বলছেন বেসরকারি বাস তাদের কালারের মতন হোক সরকারি বাস সরকারি কালারের মত হোক। পরিবহন কর্মীরা জানান পরিস্থিতি আজকে যা হয়েছে তাতে আমাদের সরকারি গাড়ির রং করতে হচ্ছে কারণ এই রঙ দেখলে আমরা স্ট্যান্ডে দাঁড়াতে পারি এবং পুলিশও আমাদের কিছু বলে না। আজকে সরকারি গাড়িগুলি সমস্ত লোকাল স্টপেজ দাঁড়িয়ে যাচ্ছে। রং যে কেউ করতে পারে তাই যে কেও রং বাজার থেকে কিনে রং করতে পারবে । আমাদের বেসরকারি বাসে যে যেমন পারছে নীল, সাদা বা অন্য রং করছে। সরকারি বাসের রং অন্যান্য রা নকল করছি এটা সঠিক কথা নয়। আর যাত্রীরা সবকিছু দেখেই তো বাসে উঠেন। রং করার বিষয় নিয়ে আমাদের কোনো নির্দেশিকা বা কোন অভিযোগ নেই বা কেউ অভিযোগ করেনি।

আর এদিকে বেসরকারি গাড়ির রং করা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান গোটা তৃণমূলের পরিবহন সিস্টেমটা চোরের রাজত্ব হয়েছে। আরটিও অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। আজকে বেসরকারি বাসের মালিকরা তারা সরকারি গাড়ির রং নকল করছে তার একটাই কারণ সরকারি বাসের রং না করলে যে কোন অবরোধে তৃণমূলের লোক গাড়ি ভাঙচুর করবে না । সেই ভয় সরকারি গাড়ির রং করা হচ্ছে। টাকা দিয়ে যা ইচ্ছা করা হচ্ছে।

এই ঘটনায় সরকারি বাসের মালিকদেরকে দুষলেন রাজ্যের তৃণমূল সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। সরকারি বাসের রং কখনোই বেসরকারি বাসে করা যায়না। কেন এটা করা হলে এই বিষয়ে RTO দপ্তর তদন্ত করুক। অবিলম্বে বাসের রং গুলি বাদ দেওয়া হোক হোক। এ বিষয়ে জেলা শাসক নীতিন সিংঘানিয়া জানান সরকারি বাসের আদলে বেসরকারি বাস রং করার বিষয়টি আমাদের নজরে এসেছে এই নিয়ে ইতিমধ্যে তদন্ত করে দেখা হবে সরকারি আইন কে মানতে হবে সরকারি আইন কে যদি কেউ না মানে তার বিরুদ্ধে আইনত্ব ব্যবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like