ফের একবার বিতর্কিত মদন

0 min read

তাকে নিয়ে বিতর্ক সবসময়ই হয়। এমনিতেই তিনি বিতর্কিত মন্তব্য করে অনেকবার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি দলের যে পরিবেশ তার প্রেক্ষিতে কথা বলতে এসে ফেসবুক লাইভে ফের বিতর্কিত মন্তব্য করেছেন মদন মিত্র৷ লাইভে এসে তৃণমূলের নীতি বিরোধী মন্তব্য করেছেন মদন৷ শুধু তাই নয়, দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক৷ তার জেরেই তাঁকে শোকজ করা হবে বলে জানা গিয়েছে৷ তবে মদন বলছেন তিনি কোনও অন্যায় করেননি। দল যদি তাঁকে তাড়িয়ে দেয় তাহলে অন্য দলে তো যোগ দেবেন না, সিনেমা করবেন, সিনেমায় অফার আছে।

এদিন মদন বলেন, তাঁর হৃদয়ে অভিষেক এবং নয়নে মমতা। তবে তিনি নিজে অভিষেক অনুগামী নন। মদনের কথায়, তিনি কোনও ভুল বা অন্যায় করেননি। তবে মানুষ যদি মনে করে যে তাঁর জন্য দলের ক্ষতি হচ্ছে তাহলে তিনি ক্ষমা চেয়ে নেবেন। তিনি জানিয়েছেন, যা বলেছেন তা আবেগের বশে বলেছেন, তার জন্য কোনও নেতা যদি আঘাত পান তাহলে তিনি ক্ষমা চাইছেন। তাঁর বক্তব্য, তিনি গলা উঁচু করে বলছেন যে তিনি কোনও পাপ করেননি। তবে দল থেকে চিঠি পেলে তিনি উত্তর দিয়ে দেবেন। উল্লেখ্য, মদন মিত্রের জবাব চাইবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তাঁর জবাবে যদি কমিটি সন্তুষ্ট না হয় তবেই পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কখনও ফেসবুকে কখনও প্রকাশ্যে ভোটের প্রচারে আসা দলীয় নেতাদের বিরুদ্ধে তোপ দেগে চলেছে মদন মিত্র৷ যা নিয়ে অস্বস্তিতে পড়েছে দল৷ দিন কয়েক আগে ডায়মন্ডহারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দলের অন্তরে তৈরি হয়েছে চাপানউতোর৷ এর পরেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, যা বলার তা দলের অন্দরেই বলতে হবে৷ না হলে শৃঙ্খলার প্রশ্নে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে৷ কিন্তু এর পরেও বিতর্ক থামেনি৷ একদিকে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে বিভাজন৷ অন্যদিকে, পুরপ্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট৷ এরই মধ্যে আবার মদনের বিস্ফোরক লাইভ।

You May Also Like