শিশুদের শরীরে করোনা সংক্রমণ বিষয়ে কড়া নজর রাখছে কেন্দ্র

0 min read

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ভিকে পল জানিয়েছেন অধিক শিশুরা করোনা সংক্রমণে উপসর্গহীন, এই বিষয়ে বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার।

শিশুদের শরীরে সংক্রমণের বিষয়টিতে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে একটিতে তাদের শরীরের নিউমোনিয়ার উপসর্গ এবং দ্বিতীয় টিতে একাধিক অঙ্গে প্রদাহের উপসর্গ। দ্বিতীয় ক্ষেত্রে, করোনামুক্ত হওয়ার ছয় সপ্তাহ পরেও জ্বর আসছে শিশুটির সঙ্গে বমি ও র‌্যাশ বেরোচ্ছে গায়ে। এই ধরনের উপসর্গ যেসব শিশুদের দেখা যাচ্ছে তাদের ওপরে বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার, তার আশা শিশুরোগ বিশেষজ্ঞরা এই সমস্যার সমাধান জলদি খুঁজে বের করবেন।

পাশাপাশি ভিকে জানিয়েছেন করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের শরীরে বেশি প্রভাব পড়ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের দিকে নজর রেখে বলা যায় দ্রুত চরিত্র পাল্টাচ্ছে ভাইরাস, হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে এসব বিষয় কেন্দ্র কড়া নজর স্থাপন করবে।

You May Also Like