আবার বাড়ল দেশের করোনা সংক্রমণ

1 min read

ঊর্ধ্বমুখী দেশের করোনা ভাইরাস। একদিনের স্বস্তির পরে দেশে ফের লাফিয়ে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তাও আবার এক ধাক্কায় ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭,০৭৩। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড সংক্রান্ত রিপোর্ট। গতকাল ভারতে বেশ কিছুটা কমেছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১১,৭৩৯ এ। এর সঙ্গেই জানা যাচ্ছে এদিন দৈনিক করোনা সক্রিয়তার হার তথা পজিটিভিটি রেট পৌঁছেছে ৪.৩৯ শতাংশে। সঙ্গে সাপ্তাহিক করোনা সক্রিয়তার হার ৩.৩০ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪,৪২০ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫,২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। আগের দিন যে সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ হাজারে।

তবে এদিন দেশের করোনার দৈনিক মৃত্যু সামান্য কমেছে। কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনার বলি হয়েছেন আরো ২১ জন। মৃত এই ২১ জনের মধ্যে ৬ জন কেরলের বাসিন্দা, চারজন মহারাষ্ট্রের বাসিন্দা, চারজন দিল্লির বাসিন্দা,দুজন গোয়া এবং দুজন পঞ্জাবের বাসিন্দা।

এছাড়া একজন করে মৃত্যু হয়েছে জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে। রাজ্যভিত্তিক করোনা পরিস্থিতির দিকে নজর দিলে সংক্রমণে এগিয়ে সেই মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। মুম্বইয়ের পর সংক্রমণ বেশি তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাত, তেলেঙ্গনার মতো রাজ্য।

অন্যদিকে বাংলার করোনা পরিস্থিতিও বিশেষ স্বস্তিদায়ক নয়। গত ২৪ ঘণ্টায় এ রাজ্য়ে নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। যদিও রবিবার কারও মৃত্যুর খবর নেই। তবে তার আগের দিন ২ জনের মৃত্যুতে চিন্তা বেড়েছে অনেকটাই।

নতুন করে কোনও কোভিডবিধি না থাকলেও মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহারে এখনও জোর দেওয়া হচ্ছে নানা জায়গায়। সোমবার থেকে বাংলায় স্কুলগুলি খুলেছে। স্কুলে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে। এছাড়াও ইতিমধ্যেই রাজ্যের একাধিক হাসপাতালগুলিকে নতুন করে করোনার জন্য প্রস্তুত করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।

You May Also Like