দেশের সেরা রমেশবাবু প্রজ্ঞানন্দ, সিংহাসনচ্যুত আনন্দ

1 min read

ভারতের বর্ষীয়ান দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে টপকে প্রথমবার দেশের একনম্বর দাবাড়ু হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল মাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে এই বিশেষ নজির গড়েন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

 প্রজ্ঞার এই সাফল্যের পরে অভিনন্দন জানিয়েছেন গৌতম আদানি। ভারতের বর্তমান একনম্বর দাবাড়ুর উদ্দেশে গৌতম আদানি লিখেছেন, “তোমার এই দুর্দান্ত পারফরম্যান্সে অসম্ভব গর্বিত। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে প্রজ্ঞানন্দ দারুণ এক মুহূর্ত উপহার দিলে। ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু এখন তুমিই। দারুণ গর্বের মুহূর্ত দেশের জন্য।”

রমেশবাবু প্রজ্ঞানন্দ দেশের এক বিস্ময়কর প্রতিভা। বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হার মেনেছিলেন রমেশবাবু। তার পরেও ১৪ বছরের ছোট প্রজ্ঞাকে ‘দানব’ বলেন নরওয়ের কার্লসেন। প্রজ্ঞার ম্যাজিক কিন্তু থেমে থাকে নি।এতদিন পর্যন্ত দেশের একনম্বর দাবাড়ুর সিংহাসনে বসেছিলেন বিশ্বনাথন আনন্দ। এবার সেই জায়গা দখল করে নিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

You May Also Like