রাম মন্দির উদ্বোধনের আগেই সরাসরি কলকাতা থেকে  অযোধ্যায় বিমান পরিষেবা

1 min read

বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল।প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন বিমান পরিষেবা চালু থাকবে। যদিও প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে কিছু দেরিতেই ছাড়ছে এই বিমান। 

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি । সারা ভারত থেকে বহু তীর্থযাত্রী ও ভক্তরা যাত্রা করবে অযোধ্যায়।এই কারণে  ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। বুধবার  অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল। তবে এদিন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই বিমান ছাড়বে বলে কলকাতা বিমান বন্দর সূত্রে জানতে পারা যায় ।

বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা থেকে রওনা দেবে অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দেওয়া বিমানের যাত্রীদের স্বাগত জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নমোমি গঙ্গার কো কনভেনার নারায়ণ চ্যাটার্জী  উপস্থিত হন কলকাতা বিমানবন্দরে।

You May Also Like