৪ শতাংশ বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের DA

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায়, নবান্নের তরফে সরকারি কর্মচারীদের DA দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী সহ স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের পেনশন প্রাপকরা এই DA বৃদ্ধির সুবিধা পাবেন।

পাশাপাশি আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই DA দেওয়ার সিদ্ধান্তে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে সিলমোহর দিয়েছেন। এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বৃদ্ধির ফলে সরকারের মোট ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

You May Also Like