সামান্য বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আরও ৪ শতাংশ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের।

বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতার বুকে এখনও চলছে আন্দোলন। তবে মেলেনি কাঙ্খিত ডিএ। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামালা। এই আবহে এবারের বাজেটে বিরাট ঘোষণা। ফের ৪% বৃদ্ধি করা হল ডিএ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ালো ১৪ শতাংশে।

প্রসঙ্গত, গত বাজেটে তাদের অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। আরও ৩% বাড়িয়ে ৬% ডিএ করা হয়েছিল তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। সম্প্রতি আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য। বর্তমানে ১০% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা।

You May Also Like