ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে

1 min read

 আতঙ্ক বাড়ছে ডেঙ্গি নিয়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।রাজ্যে ফের ডেঙ্গিতে প্রাণহানি। এবার উত্তরবঙ্গে। মৃতের নাম সঞ্জিত রায় (৪০)। শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। পূর্ত দফতরের কাজ করতেন। 

পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন।

এদিকে গত দুই সপ্তাহে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায়। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি ১৯ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এই পরিসংখ্যানে উদ্বেগে শহরবাসী। এর পাশাপাশি পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

You May Also Like