দল বদলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও রাজ্যে শুরু হয়েছে ভাঙ্গন, নির্বাচনের আগেই বড় ধাক্কা তৃণমূল শিবিরে। উত্তরবঙ্গে প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী একসঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকায়।

দীর্ঘ সময় ধরে ভেটাগুড়িতে তৃণমূল ও বিজেপির মধ্যে বিরোধ চলছে। গত লোকসভা ভোটের পরে, ওই এলাকা ‘নিশীথের ঘাঁটি’ বলেই পরিচিত ছিল। পরে, সেখানে ধীরে ধীরে সেখানে নিজেদের শক্তি কিছুটা বৃদ্ধি করে রাজ্যের শাসক দল। বিজেপির কথায়, সোমবার রাতে ভেটাগুড়িতে প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। ওই কর্মীদের কয়েক জন এ দিন বাজারে যেতেই তৃণমূল হামলা করে। তখন ওই কর্মীরা পাল্টা ‘প্রতিরোধ’ গড়ে তোলেন।

তৃণমূল বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, নিশীথ প্রামাণিকের বাড়ি থেকেই লাঠি নিয়ে বেরিয়ে ‘বিজেপি-আশ্রিত’ দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। এদিকে, বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘এক দিন আগেই তৃণমূল থেকে প্রায় ১৫০ জন বিজেপিতে যোগ দেন। ভেটাগুড়িতে দলের ওই ভাঙন মেনে নিতে পারছে না শাসক দল।’

You May Also Like