সন্দেশখালি ইস্যুতে  উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে

1 min read

সন্দেশখালি ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার সন্দেশখালি ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাইস্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির।

 মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিন বাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেজন্য তিন বাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। মিছিলটি তিনবাত্তি মোরে পৌঁছতেই ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী  সমর্থকদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থকদের আটক করে পুলিশ। এদিকে উত্তরবরঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘন্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়ক দিয়ে।

You May Also Like