বাংলা ছাড়া হতে হল দিলীপকে?

1 min read

ঘুরিয়ে পেছিয়ে নয়, সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই স্পষ্টবাদী মনোভাবের জেরেই কি তাঁকে বাংলা থেকে কার্যত সরিয়ে, ভিন রাজ্যের দায়িত্বে পাঠানো হল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মূলত, বিজেপি-র শীর্ষনেতৃত্বের নির্দেশ অনুযায়ী, দিলীপ ঘোষকে সাতটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শক্তিশালী বুথ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, অতীতে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতি করার পর এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, যতদিন কংগ্রেসের সিদ্ধান্ত কলকাতা থেকে হত, কংগ্রেস বেঁচে ছিল। দিল্লি চলে গেল। তারপর শেষ। তাঁর বক্তব্য ছিল, “অনেকে ভেবেছিলেন ২০০ পেয়েই গিয়েছি। স্বপ্ন দেখাতে হয়, নিজে স্বপ্নে মশগুল হতে নেই।” তাই জে পি নাড্ডাকে আমি বলেছিলাম, সিনিয়র কাউকে পাঠান। আমরা পার্টি দাঁড় করিয়ে নিয়েছি। চালিয়ে নেব। কিন্তু, যাঁরা চালাবে, তাঁদের বুঝবে এমন লোক পাঠান। সব মালুম হ্যায়, এটা বললে হবে না। কারন , আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর লোকসভা ভোট।

You May Also Like