জুন মাসে নিসানের হোলসেল বিক্রয় ৫৮৩২ ইউনিট

1 min read

নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩-এর জুন মাসে তাদের হোলসেল বিক্রয়ের পরিমাণ ৫৮৩২ ইউনিট। এইসময়ে ডোমেস্টিক হোলসেল হয়েছে ২৫৫২ ইউনিট, আর এক্সপোর্ট হয়েছে ৩২৮০ ইউনিট। ‘দ্য বিগ বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নিসান ম্যাগনাইট সম্প্রতি এক নতুন মাইলস্টোন অর্জন করেছে – চেন্নাইয়ের অ্যালায়েন্স প্লান্টে ১০০০০০তম ম্যাগনাইট নির্মিত হয়েছে।  বেস্ট-সেলিং নিসান ম্যাগনাইট এখন ১৬টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ম্যাগনাইটের বেস মডেলটি হল এক্সই এবং নিসান ম্যাগনাইটের টপ ভেরিয়েন্ট হল টার্বো সিভিটি এক্সভি প্রিমিয়াম (ও)। সম্প্রতি নিসান এনেছে নিসান ম্যাগনাইট গেজা স্পেশাল এডিশন, যার মূল্য শুরু হয়েছে ৭৩৯০০০ টাকা থেকে।

নিসান ম্যাগনাইট ‘৪-স্টার সেফটি রেটিং ফর অ্যাডাল্ট অকুপ্যান্ট সেফটি’ (4-Star Safety Rating for Adult Occupant Safety) অর্জন করেছে গ্লোবাল এনসিএপি (Global NCAP) থেকে, ফলে নিজস্ব সেগমেন্টের ‘বেস্ট সেফটি স্ট্যান্ডার্ড’ প্রদান করা সম্ভব হচ্ছে। সম্প্রতি নিসান ‘অ্যাডিশনাল সেফটি ফিচার্স’ যোগ করেছে ম্যাগনাইটের সব ভেরিয়েন্টে, সেইসঙ্গে যুক্ত হয়েছে বিএস৬ ফেজ-২।

নিসান ম্যাগনাইট ১৫টি দেশে রফতানি হয়। সম্প্রতি লঞ্চ হয়েছে সেশেলস, বাংলাদেশ, উগান্ডা ও ব্রুনেই-এ। বিগত কয়েক বছরে নিসান ইন্ডিয়া তাদের প্রাইমারি এক্সপোর্ট মার্কেট ইউরোপ থেকে সরিয়ে মধ্য প্রাচ্যের দেশগুলিতে নিয়ে গেছে। দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, কাতার, বাহরিন ও কুয়েত।

You May Also Like