নিম্নমুখী হল শীতের পারদ

1 min read

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। তবে অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মকরে হাড় কাঁপানো ঠাণ্ডা পাবে না রাজ্যবাসী৷ বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷ বৃহস্পতিবার অবশ্য আরও কিছুটা পারদ পতন ঘটেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়ছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে, কমবে শীতের আমেজ৷ তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে।

শুক্রবার, অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনাও থাকবে৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে ১৪ জানুয়ারি শনিবার এবং ১৫ জানুয়ারি রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন অর্থাৎ শনিবার পর্যন্ত দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বইবে উত্তর ও উত্তর-পশ্চিম থেকে আসা শীতল হাওয়া। ফলে আগামী সপ্তাহ থেকে আরও একটা দাপুটে ইনিংস শুরু করবে শীত৷

You May Also Like