ডিমড ইউনিভার্সিটির এন্ট্রান্স শুরু ২৭শে

1 min read

কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার (কেএলইইই) তারিখ ঘোষণা করেছে৷ উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদ ক্যাম্পাসগুলি দূরবর্তী প্রক্টর ফর্ম্যাটে ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি দেশব্যাপী পরীক্ষা পরিচালনা করবে।

 আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্যার্থে কেএল ডিমড-টু-বি ইউনিভার্সিটি ২০২১ সালের মেধা বৃত্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি অতিরিক্ত বিশেষত্ব সহ নতুন শিক্ষামূলক কোর্সও চালু করেছে।কেএল ডিমড টু বি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড.জি.পর্ধা সারধি ভার্মা বলেন, কেএলইইই পরীক্ষার  সাথে,  বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক প্রসারিত করে নতুন ব্যাচকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।

শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে মূলত দুটি বিষয়ের উপর ফোকাস করি-গভীর শিক্ষা এবং কর্মজীবন বৃদ্ধি। এছাড়া ক্যাম্পাস প্লেসমেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ সুনাম আছে। ইতিমধ্যেই সমস্ত শিল্পের নেতৃস্থানীয় সংস্থাগুলি থেকে শিক্ষার্থীরা ৪,০০০-এরও বেশি চাকরির অফার পেয়েছে৷

You May Also Like