বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

1 min read

কোচবিহার: বাই সাইকেল চড়ে প্রায় ৯৯ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ১৯ টি রাজ্য ঘুরে কোচবিহারে নজির গড়লেন প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। বুধবার এই ১৯ টি রাজ্য ঘুরে আবারো কোচবিহারে এসে নিখিল তার এই দীর্ঘ যাত্রার ট্র্যাক শেষ করে।

এদিন কোচবিহার সাগরদিঘী চত্বরের বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে তাকে স্বাগত জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উপস্থিত ছিলেন কোচবিহার পৌরবোর্ডের সদস্য রাহুল কুমার রায় সহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। তার বাড়ি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুরি গয়েরগাড়ি এলাকায়। কোচবিহার বিটি ইভেনিং কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র বুকে একরাশ স্বপ্ন অদম্য সাহসিকতাকে নিয়ে শুধুমাত্র সাইকেলে চেপে ৯৯ দিনে দশ হাজার কিলোমিটার এবং ১৯ টি রাজ্য ঘুরে ভারতবর্ষের একটি মাত্র সীমানা অতিক্রম করে। এই প্রথম রাজনগর তথা উত্তরের প্রান্তিক জেলা কোচবিহারেএসে পৌঁছায় তিনি। পরবর্তী সময়ে ভারতবর্ষে আরেকটি সীমা এবং এপার বাংলা ওপার বাংলা চিত্র দেখে সে ঐক্যের বার্তায় পৌছে দিয়েছে। পাশাপাশি এই পরিভ্রমণে সে প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে গেছে যেখানে শিক্ষার আলো পৌঁছায় নি। সে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে শিক্ষার কথাই বারবার তুলে ধরেছে সাধারণ মানুষের মনে। কোচবিহার সিকিম, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, কর্ণাটক, গোয়া কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গ ফিরে এসেছে। দেশপ্রেম ও শিক্ষার আলোকে আরো জাগ্রত করেছে নিখিলের এই ভাবনা।

You May Also Like