ইডির হাতে একের পর এক বিস্ফোরক তথ্য

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডি সূত্রে দাবি, দুবাইয়ে শঙ্কর আঢ‌্যর নামে সংস্থার হদিস মিলেছে।

যেই সংস্থা রয়েছে শঙ্করের ছেলে শুভর নামে। ইডির দাবি, ওই সংস্থায় লগ্নি করার নামেই রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় প্রথমে বালু আর তারপর তার সূত্র ধরে সদ্য গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্ৰিয় (ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’।

তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক সব তথ্য ইডির হাতে। ইডি সূত্রে দাবি করা হয়েছে জেলবন্দি শঙ্করের মাত্র একটি সংস্থারই দশ বছরের ‘টার্নওভার’ এক হাজার কোটি টাকা।

You May Also Like