ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি নিতে হাজির বাবা ছেলে, গ্রেপ্তার ৪, পলাতক ১

0 min read

রাজ্যে যখন এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম, ঠিক সেই সময় টাকা দিয়ে ভুয়া নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রুপ ডি পদের চাকরি নিতে হাজির উত্তর দিনাজপুর জেলার বাবা এবং ছেলে।

বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী এলাকার থেকে বাবা শম্ভু দত্ত এবং ছেলে শুভঙ্কর দত্ত হাজির হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোজা পৌঁছে যান মেডিকেল কলেজের প্রিন্সিপালের দপ্তরে। প্রিন্সিপাল দপ্তরে পৌঁছে বাবা শম্ভু দত্ত ছেলে শুভঙ্কর দত্ত ভুয়ো নিয়োগ পত্র তুলে দেন প্রিন্সিপালের হাতে। এই নিয়োগ পত্র দেখামাত্রই ভুয়ো তা বুঝতে আর অসুবিধে হয়নি মেডিকেল কলেজের প্রিন্সিপালের। বাবা ও ছেলেকে বসিয়ে রেখে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল ফাঁড়ির পুলিশকে খবর দেয়। মেডিকেল ফাঁড়ির পুলিশ প্রিন্সিপালের দপ্তরে এসে বিস্তারিত দেখে গ্রেফতার করে বাবা ও ছেলেকে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করায় বাবা ও ছেলে স্বীকার করে নেয় তারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই নিয়োগ পত্র দেবে বলে তাদের জানিয়েছিল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী এলাকার সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি এই কথা বলেছিলেন। এই ঘটনা জানতে পেরেই শিলিগুড়ি মেডিকেল কলেজেও হাসপাতালের ফাড়ি পুলিশ রওনা হয় উত্তর দিনাজপুর জেলার করণ দীঘিতে এবং গ্রেফতার করা হয় সঞ্জয় কুমার সরকারকে। সঞ্জয় সরকারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে বাগডোগরা এলাকার আরও দুই ব্যক্তির নাম। তারপর বাগডোগরা এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার সন্ধ্যার মধ্যেই বাবলু রায় নামে আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় মেডিকেল ফাঁড়ির পুলিশ। তবে একজন পালাতে সক্ষম হন. তিনি বাগডোগরার বাসিন্দা। বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে সঞ্জয় কুমার সরকারের হেফাজত থেকে। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like