বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেলের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যাত্রীদের বড় স্বস্তি দিয়ে উত্তর রেলওয়ে কাশ্মীর উপত্যকায় ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মূলত, সংশ্লিষ্ট রেলওয়ে উপত্যকায় যাত্রীবাহী ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণির ভাড়া বহাল করেছে। ভাড়া একলাফে ৪০ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। এদিকে, এর আগে সাদুরা স্টেশন (অনন্তনাগ জেলা) থেকে শ্রীনগরের ভাড়া ছিল ৩৫ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে ভাড়া নেমে এসেছে ১৫ টাকায়।

আধিকারিকরা জানিয়েছেন যে, ভাড়া কমানোর এই সিদ্ধান্ত কাশ্মীরের পুরো উপত্যকায় প্রযোজ্য রয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। কারণ, এর মাধ্যমে ট্রেনে ভ্রমণ করা খুব লাভজনক এবং সস্তা হয়ে উঠবে।

You May Also Like