অবশেষে বুকিং শুরু হল বহু প্রতীক্ষিত Altroz iCNG-র

1 min read

Altroz iCNG-র বুকিং খোলার মাধ্যমে CNG বাজারে বিপ্লব ঘটালো Tata Motors। শীঘ্রই Altroz iCNG লঞ্চ করবে Tata। যা ভারতের প্রথম টুইন সিলিন্ডার CNG প্রযুক্তি। উল্লেখ্য, Altroz iCNG হল টাটা মোটরসের সফল মাল্টি-পাওয়ারট্রেন। যা এখন Altroz রেঞ্জের চতুর্থ পাওয়ারট্রেন বিকল্পে পরিণত হয়েছে।

অবশেষে ভারতের সবচেয়ে নিরাপদ প্রিমিয়াম হ্যাচব্যাক Tata Altroz গ্রাহকদের জন্য তার বহু প্রতীক্ষিত iCNG বুকিং খুলে দিল। গ্রাহকরা এখন থেকে মাত্র ২১,০০০ টাকায় Altroz iCNG বুক করতে পারবেন। চলতি বছরের মে মাসে ডেলিভারি শুরু হবে Altroz-এর। Tata Motors-এর লক্ষ হল CNG Altroz-এর মাধ্যমে ভারতে পেট্রোল এবং ডিজেল গাড়ির মতো CNG গাড়ির গ্রহণযোগ্যতা বাড়ানো।

জানুয়ারীতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৩-এ Altroz iCNGকে লোক সমক্ষে নিয়ে আসে Tata Motors। বলাবাহুল্য, ভারতের প্রথম টুইন সিলিন্ডার CNG প্রযুক্তি হওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। Altroz-এ রয়েছে CNG  মালিকদের জন্য ব্যবহারযোগ্য বুট স্পেস। চারটি ভেরিয়েন্টে XE, XM+, XZ এবং XZ+ ও অপেরা ব্লু, ডাউনটাউন রেড, আর্কেড গ্রে এবং অ্যাভিনিউ হোয়াইট রঙে পাওয়া যাবে Altroz iCNG।

You May Also Like