অবশেষে মিলল স্বস্তি, হাই কোর্টের নির্দেশে কালিয়াগঞ্জ তদন্তে গঠিত হল সিট

0 min read

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্যে। এবার এই কালিয়াগঞ্জে কিশোরী খুনের মামলায় সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আদালতের নজরদারিতে হবে তদন্ত। বিশেষ তদন্তকারী দল বা সিট সেই ঘটনার তদন্ত করবে। সেই তদন্তকারী দলে থাকবেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস।

হাইকোর্টের নির্দেশ, তদন্ত চলাকালীন বাইরে নিজেদের মত প্রকাশ করবেন না সিটের সদস্যরা। কেস ডায়রি ও অন্যান্য নথি সিটকে দেবে রাজ্য পুলিস। তদন্তে সাহায্য করবে রাজ্য। আদালত আরও জানায়, সিট যদি প্রয়োজন মনে করে, তাহলে দ্বিতীয় বার ময়নাতদন্তও করতে পারবে বলে নির্দেশসিঙ্গল বেঞ্চ। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয়।

পরিবার ও প্রতিবেশীরা দাবি করেন, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু পুলিসের তদন্তে উঠে আসে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। সিআরপিসি অনুযায়ী, তদন্তের সব ক্ষমতা দেওয়া হয়েছে সিটকে। প্রয়োজনে নতুন আধিকারিক নিয়োগ করে তদন্ত করতে পারবে এই তদন্তকারী দল।

You May Also Like