ভারতীয় যুবদের ক্ষমতায়নে ফ্লিপকার্ট ও ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর মউ

1 min read

ফ্লিপকার্ট এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একটি মউ চুক্তিতে আবদ্ধ হয়েছে, যেখানে ছাত্র এবং উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের ই-কমার্স প্ল্যাটফর্ম, রিটেইল, ওয়ারহাউস সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা অর্জনে সাহায্য করা হবে। মউ বিনিময়ের সময় উপস্থিত ছিলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান, মাননীয় মন্ত্রী, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা, ভারত সরকার; শ্রী অতুল কুমার তিওয়ারি, সচিব, এমএসডিই; এবং শ্রী বেদ মণি তিওয়ারি, সিওও, এনএসডিসি।

শ্রী বেদ মণি তিওয়ারি বলেন, “ফ্লিপকার্ট-এর সঙ্গে, আমরা ভারতের ই-কমার্স, রিটেইল এবং লজিস্টিক সেক্টরে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা বাড়িয়ে প্রার্থীদের ক্ষমতায়নের লক্ষ্য রাখি।“ এই চুক্তির অংশ হিসাবে, ফ্লিপকার্ট-এর ‘প্রজেক্ট ব্রাইট ইনিশিয়েটিভ’ ভারতের দ্রুত বর্ধনশীল ই-কমার্স সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে অনলাইন কোর্স অফার করবে। কোর্সগুলিতে ই-কমার্স, সফট স্কিল এবং কাস্টমার সার্ভিস স্কিলের মৌলিক বিষয়ে পড়ানো হবে। ফ্লিপকার্ট এই প্রকল্পের অধীনে প্রদত্ত কোর্সগুলির স্বীকৃতি এবং শংসাপত্রের জন্য এনএসডিসি-এর সহায়তা চেয়েছে। এই চুক্তির আরও লক্ষ্য ওয়ারহাউস সেক্টরে প্রার্থীদের ফ্লিপকার্ট সাপ্লাই চেইন একাডেমির অধীনে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বাড়ানো এবং কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া।

এই চুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা এনএসডিসি কৌশল মহোৎসব (জব ফেয়ার)-এ নিয়োগকর্তা হিসাবে ফ্লিপকার্টকে অংশগ্রহণ করতে দেখবে। এই কোলাবোরেশন চাকরিপ্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়াবে এবং নতুন দিকের উন্মোচন করবে। ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস যে এই কোর্সগুলি তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।“

You May Also Like