জঙ্গলে হঠাৎই আগুন, চিন্তায় বনবস্তিবাসী

0 min read

গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে অথচ কোনো ভ্রুক্ষেপ নেই বন দপ্তরের বলে অভিযোগ। জলপাইগুড়ি বৈকুন্ঠপুর জঙ্গলের বেলাকোবা রেঞ্জের বোদাগঞ্জ সংলগ্ন নধাবাড়ি এলাকার জঙ্গলের ঘটনা। নজরদারিতে বনদপ্তরের ভূমিকায় যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনি ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৈকুন্ঠপুর জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয় ।এর আগেও প্রায়শই জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। কিন্তু কোনো বারই সঠিক সময়ে বনকর্মীরা পৌঁছায় না। এবারও ঠিক তাই।গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে নধাবাড়ি এলাকায় জঙ্গলে আগুন জ্বলছে অথচ আগুন নেভানো তো দূরের কথা বনকর্মীদের পাত্তাই নেই। সেক্ষেত্রে জঙ্গলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়েও। জঙ্গলে আগুন লাগার এই ঘটনায় একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জার চিরঞ্জিত পাল বলেন,” আগুন লাগার ঘটনাটি সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি। জানার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। মাঝেমধ্যেই জলপাইগুড়িতে জঙ্গলে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা যায়। ঘটনার তদন্তে বনদপ্তর।”

You May Also Like