গ্যাংটকে নতুন স্টোরের মাধ্যমে মডেম উত্তর-পূর্ব ভারতের বাজারে প্রবেশ করেছে

1 min read

ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম মডেম, ওয়েস্টার্ন ওয়ের কালেকশনের জন্য বিখ্যাত, যা সিকিমের গ্যাংটকে তাদের নতুন আউটলেট খোলার ঘোষণা করেছে। নতুন স্টোরটি পোশাক, জুতোর পাশাপাশি মহিলাদের হ্যান্ডব্যাগের কালেকশনের মাধ্যমে মডেমের নর্থ ইস্টের বাজার গড়ে তুলতে সাহায্য করবে। স্টোরটিতে মডেমের বিখ্যাত কালেকশন রয়েছে যা তৈরি হয়েছে বিভিন্ন ঋতুর উপযোগী এবং শরীরকে আরাম প্রদান করার লক্ষ্য নিয়ে। ২০ এপ্রিল, বৃহস্পতিবার, এমজি রোডের হোটেল অন্নপূর্ণায় মডেমের আন্তর্জাতিক মানের  স্টোরের উদ্বোধন হবে।

মডেম গত ২৭ বছর ধরে সারা দেশে মহিলাদের পোশাক এবং আনুষাঙ্গিক বাজারে নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। সম্প্রতি, ওয়ার্নার ব্র্রসের সহযোগিতায় তৈরি মুভি ওয়ান্ডার ওমেনের প্রধান চরিত্র গাল গাদোট এর সাথে মিল রেখে মডেম  পোশাকের নতুন কালেকশন আনতে চলেছে।মডেমের এক্সিকিউটিভ ডিরেক্টর মিঃ আখিল জৈন বলেছেন, স্থানীয় ফ্যাশনে বিশ্বব্যাপী পর্যটকদের আগ্রহ বেশি এবং মডেম ফ্যাশন উত্সাহীদের জন্য একটি নিখুঁত ব্র্যান্ড। গ্যাংটকের চাহিদা মডেমের অন্যান্য স্টোর লঞ্চগুলির সাথে তুলনাযোগ্য হবে যা নিশ্চিত ভাবে সাফল্য অর্জন করবে।

You May Also Like