এনএমএমইও-ওপি-র সাথে সমঝোতা স্বাক্ষর গোদরেজ অ্যাগ্রোভেটের

1 min read

ভারতের বৃহত্তম কৃষি ব্যবসায়িক সংস্থা গোদরেজ অ্যাগ্রোভেট ভোজ্য তেল-অয়েল পাম (এনএমএমইও-ওপি) স্কিমের অধীনে আসাম, মণিপুরা এবং ত্রিপুরা সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যা  জাতীয় মিশনের অন্তর্গত এই অঞ্চলে তেল পাম চাষের উন্নয়ন ও প্রচারের বিশেষ সাহায্য করবে। 

গোদরেজ অ্যাগ্রোভেট ভারতের বৃহত্তম তেল পাম প্রসেসর এবং কৃষকদের সাথে সরাসরি কাজ করে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসাবে গোদরেজ এগ্রোভেটকে এই অঞ্চলে টেকসই পাম তেলের বাগানের প্রচার ও উন্নয়নের জন্য তিনটি রাজ্যে জমি বরাদ্দ করবে। যা এই তিন রাজ্যে পাম তেল বাগান গড়ে তোলা সহ কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়তা প্রদানে সহায়তা করবে।

 ভারত সরকারের লক্ষ্য হল এই মিশনের অধীন ২০২৫-২৬ সালের মধ্যে উত্তর-পূর্ব অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ লক্ষ হেক্টর এবং ২০২৯-৩০ সালের মধ্যে ১৬.৭ লক্ষ হেক্টরে অয়েল পাম চাষের আওতাধীন এলাকা বাড়ানো। গোদরেজ এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভিবলরাম সিং যাদব বলেন, এনএমইও-ওপি এবং গোদরেজ এগ্রোভেট ভারতের তেল মিশনের ব্যবধান পূরণে নেতৃত্ব দেবে।

You May Also Like