আচমকাই দুঘটনার কারণে বাতিল হলো দিল্লি যাওয়া

1 min read

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই আজ ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর বুকে দুদিনের জন্য ধর্নায় বসবে বাংলার শাসক দল।

পরিকল্পনা মত সব ঠিকঠাক চললেও হঠাৎ শুক্রবার হঠাৎই বাতিল হয়ে যায় দিল্লি যাওয়ার জন্য তৃণমূলের ভাড়া করা সেই স্পেশাল ট্রেন। এরপর ৫০ খানা বাসে চেপে শনিবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন দলের নেতা কর্মী ও জব কার্ড হোল্ডাররা।

এর মধ্যেই দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস। রবিবার ভোর ৫টার দিকে ঝাড়খণ্ডের কোডার্মা এলাকায় গিয়ে একটি মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় খুব বেশি চোট না পেলেও হাতে সময় না থাকায় ওই বাসের যাত্রীদের দিল্লি যাওয়া ক্যানসেল।

You May Also Like