ডিএ নিয়ে খুশির খবর

Estimated read time 0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার কিছু ঘোষণা করলেও, তা কর্মীদের অনুকূলে না বলেই মনে করছেন তারা। এই পরিস্থিতিতে খানিক খুশির খবর, বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।

তবে নতুন করে ডিএ বাড়ছে না। আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল, ২০২৪ সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হয়েছে। এই মে থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় (১০+৪) = ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

তবে এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডিএয়ের ফারাক ৩৬ শতাংশ। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে। আজ ১৫ জুলাই ফের সেই ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে।

You May Also Like

More From Author