মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

1 min read

করোণার প্রভাবে দু’বছর হনুমান জয়ন্তী তেমন ভাবে হয়নি। কিন্তু এবারে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু হলো। বৃহস্পতিবার বার ছিল তার প্রথম দিন, ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়েছে। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়।

দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা জানান করোনার প্রভাবে দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা সকল ভক্তরা ধুমধাম করে এই হনুমান জয়ন্তী উৎসব পালন করছি। বৃহস্পতি,শুক্র,শনি এই ৩দিন হনুমান জয়ন্তী উৎসব চলবে।আজকে ছোট-বড় সকলেই মাথায় কলসি নিয়ে কলস যাত্রায় সামিল হয়েছে।

আজ সকালে মহিলারা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রায় বের হয়েছে এবং রাত্রি ৮ ঘটিকায় হনুমান জি মহারাজের অভিষেক হবে ।১৫ তারিখে শুক্রবার সকাল ন’টা হইতে ২৪ ঘন্টা ব্যাপী অখন্ড রামায়ণ পাঠ এবং অখন্ড জ্যোতি প্রচলন হবে । ১৬ তারিখে শনিবার সকাল আটটা হইতে রাত্রি ন’টা পর্যন্ত সোয়া মনি পুজন, এবং সকাল ১১ টায় মহাআরতির পরে মহাপ্রসাদ গ্রহণ, দুপুর দুটো পর্যন্ত ।সন্ধ্যা ৫ টা ৩০মিনিট থেকে শুরু হবে ভজন কীর্তন ও আরতী। হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে প্রতিবারই এক থেকে দুই জন ভক্ত ১০১ কেজি লাড্ডু দিয়ে থাকে। তবে এবার ৬জন ভক্ত ১০১ কেজি লাড্ডু দেবে।

You May Also Like