আসন্ন পূজার আগেই খুশির খবর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য।

প্রসঙ্গত, বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। আর এবার মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে ৪৫ শতাংশ হতে চলেছে বলে জানা গিয়েছে। এর ফলে ০.৫০ হারে বৃদ্ধি পেতে চলেছে এই সূচক। কেন্দ্র সরকার একবার বছরের শুরুতে অর্থাৎ প্রথমবার জানুয়ারিতে এই ভাতা বৃদ্ধি করেছিল।

জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে। চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই দ্বিতীয় দফায় বাড়তে চলেছে মহার্ঘ ভাতা,মহার্ঘভাতা বেড়ে তার পরিমাণ হতে চলেছে ৪৫ শতাংশ।

You May Also Like