কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

1 min read

বিগত দু বছর পর আজ চলেছে শহিদ সমাবেশ। এই ২১ জুলাই অন্যগুলির থেকে আলাদা। কারণ গত দু’বছর কোনও সভা হয়নি করোনা পরিস্থিতির জন্য। তাই এবারের সভা নিয়ে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকে যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে এই সভাজুড়ে তা সত্যিই কোনও রেকর্ড সৃষ্টি করেছে বলেই মনে করছে শাসক শিবির।

আর এটাই মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বকালীন সব রেকর্ড এদিনের এই সমাবেশ ছাপিয়ে গিয়েছে। অভিষেক এদিন বলেন, প্রচণ্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আজ নিজের আসন ছেড়ে কেউ চলে যাননি। সবাই নিজের জায়গায় বসে বা দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে।

যে জেদ, আশা, প্রত্যাশা তিনি এবার এই ভিড়ে লক্ষ্য করছেন তা আগে কখনও করেননি। তাই তাঁর কথায়, আজকের এই সমাবেশ শুধু পঞ্চায়েত গঠনের লড়াইয়ের সমাবেশ নয়, আগামী দিনে দিল্লির বুকে গণতান্ত্রিক সরকার গঠনের লড়াইয়ের সমাবেশ। তিনি আরও বলেন, ২১ জুলাইয়ের মানে যে জানে না, তার তৃণমূল করার অধিকার নেই। ২১ মানে শুধু মাত্র আবেগ বা তৃণমূলের প্রতি মানুষের সমর্থনের মাপকাঠি নয়, ২১ মানে আশা, চলার দিশা, মানুষের প্রত্যাশা।

You May Also Like