দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

1 min read

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আবার বদলেছে আবহাওয়া৷ ক্রমশ্য চড়ছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ধেয়ে আসতে চলেছে৷ এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার দ্বারা উত্তর-পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে।

আগামী ৫ দিনে দু’-একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যদিও তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত।

You May Also Like