আগামী ছয় মাসে আবাসন বিক্রয়ে আশার ইঙ্গিত

1 min read

কোভিড-১৯ জনিত প্যানডেমিক চলাকালীন রিয়াল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রে প্রধান পছন্দের বিষয় রয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্রেতা ডিসকাউন্ট ও ফ্লেক্সিবল পেমেন্ট অপশন চান। হাইসিং-ডট-কম ও নারেডকো’র (NAREDCO) এক সমীক্ষা এই তথ্য জানাচ্ছে। সমীক্ষাটি চালানো হয়েছিল এইবছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে, তিন হাজারেরও বেশি সম্ভাব্য ক্রেতাদের নিয়ে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুসারে ৪৩ শতাংশ গ্রাহকের মতে রিয়াল এস্টেট পছন্দসই বিনিয়োগের মাধ্যম। এরপরে রয়েছে স্টকস (২০ শতাংশ), ফিক্সড ডিপোজিট (১৯ শতাংশ) ও গোল্ড (১৮ শতাংশ)। অধিকাংশ উত্তরদাতা (৭১ শতাংশ) মনে করেন বর্তমান পরিস্থিতিতে ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান ও ডিসকাউন্ট তাদের চাহিদা অনুসারে আর্থিক সহায়তা জোগাবে ও আবাসন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। সমীক্ষায় জানা গেছে, আগামী ছয় মাসের ইকনমিক ও ইনকাম আউটলুক আরও বেশি আশাব্যঞ্জক। সম্ভাব্য গৃহক্রেতারা বর্তমানে কাছাকাছি হেলথকেয়ারের ব্যবস্থা, রিক্রিয়েশনের স্থান ও ডে-কেয়ার সেন্টার ইত্যাদি সুবিধা আছে কীনা তা বিবেচনাইয় রাখছেন। এছাড়া, কর্পোরেট সংস্থাগুলি ওয়ার্ক-ফ্রম-হোম ও হাইব্রিড ওয়ার্ক পলিসি গ্রহণ করায় কিছুটা বড় আয়তনের বাসস্থানের প্রতি আগ্রহ প্রকাশ করছেন সম্ভাব্য আবাসন ক্রেতারা।

You May Also Like